আমাদের ওয়েবসাইটটি বেঁছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে হাজির হয়েছি ভাব সম্প্রসারণ নিয়ে। আপনি কি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই ভাবসম্প্রসারণটি খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আর এই পোস্টটি আপনার জন্য উপকারী হতে পারে। কেননা আজকে আমাদের পোস্টটি সাজানো হয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাব সম্প্রসারণটি নিয়ে। আপনি কিভাবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাব সম্প্রসারণটি লিখলে ভালো নম্বর পাবেন এটা নিয়ে চিন্তিত? মুখস্ত ছাড়াই কিভাবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাব সম্প্রসারণটি আয়ত্ত করা সম্ভব এটা ভাবছেন? তাহলে ভাবার আর কোন দরকার নেই। কারণ আজকে আমাদের পোস্টের মাধ্যমে আপনি সহজে শিখে নিবেন কিভাবে এই ভাব সম্প্রসারণটি আয়ত্ত করতে হবে।
বাংলা ব্যাকরণ এর অন্যতম একটি অংশ হলো ভাব সম্প্রসারণ বা সম্প্রসারিত ভাব। অনেক স্টুডেন্ট কে দেখা যায় যে ভাব সম্প্রসারণ না বুঝে মুখস্ত করে। এর ফলে যদি পরীক্ষায় সে মুখস্ত বিষয়গুলো না আসে তাহলে সে লিখতে পারে না বা হতাশ হয়ে পড়ে। কিন্তু ভাব সম্প্রসারণ মুখস্ত করার কোন বিষয় নয়। ভাব সম্প্রসারণ বোঝার বিষয়। তাহলে যেকোন ভাব সম্প্রসারণ মুখস্ত ছাড়াই লেখা যাবে খুবই সহজে। তাই যেকোনো ভাব সম্প্রসারণ এর সুন্দর মার্কস তুলতে আপনাকে অবশ্যই সেই ভাব সম্প্রসারণের মূল বিষয়বস্তুটা বুঝতে হবে। কেননা মূল বিষয়টি না বুঝতে পারলে আপনি যতই মুখস্ত করেন না কেন আপনার ব্রেনে কখনো সেটা গেঁথে থাকবে না।
বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় যে ভাব সম্প্রসারণ পুরা পেজ ভর্তি করে লিখে এবং এখানে কোন পয়েন্ট বা প্যারা দেয় না। এর ফলে অনেক সময় দেখা যায় যে বেশি লিখেও ভালো নম্বর পাওয়া যায় না। কারণ একটি খাতা সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এবং একটি লিখা পারফেক্ট ভাবে উপস্থাপন করার জন্য অবশ্যই হাতের লেখা সুন্দর হওয়াটা খুবই দরকারি। তাই আপনি চাইলেই আপনার হাতের লেখাটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন। আর সেই সাথে সাথে লেখাটা হতে হবে প্যারা প্যারা আকারে এবং পয়েন্ট দিলে সেই লেখাটিতে ভালো নম্বর পাওয়া যায়। আর সাধারণত ভাব সম্প্রসারণ কে তিনটি পয়েন্টের মাধ্যমে লিখা সম্ভব হয়। যেমন প্রথমত মূলভাব, দ্বিতীয়ত ভাব সম্প্রসারণ বা সম্প্রসারিত ভাব, এবং তৃতীয়তঃ মন্তব্য। এভাবে পয়েন্ট করে লিখলে ভালো নম্বর পাওয়া যায়।
আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই ভাব সম্প্রসারণটি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে এইচএসসি পরীক্ষার্থী পর্যন্ত এই ভাব-সম্প্রসারণটি অনেক বেশি প্রয়োজন হয়। সাধারণত ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি পরীক্ষার্থী পর্যন্ত প্রতিটা ক্লাস এই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাব সম্প্রসারণ থাকে। আর প্রত্যেকটা শিক্ষার্থীর এই ভাব সম্প্রসারণ সুন্দরভাবে উপস্থাপন করা দরকার। এই ভাব সম্প্রসারণটা একবার বুঝতে পারলে মাথায় গেঁথে যাবে এবং আপনি পরীক্ষায় খুব সুন্দর ভাবে লিখতে পারবেন। আর সুন্দর ভালো নম্বর পাবেন। তাই আপনারা অবশ্যই পরিশ্রম সৌভাগ্যের সম্প্রসারণ দেখা দরকার। অন্ততপক্ষে পরীক্ষার আগের দিন হলেও ভাব সম্প্রসারণ দেখা অনেক গুরুত্বপূর্ণ।
অনেক শিক্ষার্থী দেখা যায় যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাব-সম্প্রসারণটি খুঁজে থাকে। কিন্তু অনেক সময় তারা সুন্দর উপস্থাপনায় এই ভাব সম্প্রসারণ পাইনা। এজন্য তাদের কথা মাথায় রেখে আজকে আমাদের পোস্টটি সাজিয়েছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই ভাব সম্প্রসারণটি দিয়ে। আপনি এখান থেকে খুব সহজেই এই ভাব সম্প্রসারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এভাবে আপনি যদি এই ভাব সম্প্রসারণটি পরীক্ষায় লিখতে পারেন, তাহলে অনেক ভালো নম্বর পেয়ে যাবেন বলে আশা করছি। আর ষষ্ঠ থেকে এইচএসসি প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই ভাব সম্প্রসারণটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই একবার হলেও এই ভাব সম্প্রসারণটা দেখতে পারেন, এতে করে আপনাদেরই উপকার হবে।