খাদ্যদ্রব্যে ভেজাল অথবা, খাদ্যে ভেজাল অনুচ্ছেদ

আপনি কি খাদ্যে ভেজাল অনুচ্ছেদটি খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আর এই পোস্টটি আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি৷ কেননা আমাদের আজকের পোস্টটিতে মূলত খাদ্যে ভেজাল অনুচ্ছেদটি সম্পর্কে খুবই সহজভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনি খাদ্যে ভেজাল অনুচ্ছেদটি সম্পর্কে খুবই চমৎকার একটি ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি।

বর্তমান সময়ে খাদ্যে ভেজাল বিষয়টি জাতীয় সমস্যায় পরিণত হওযার মুখে। বর্তমানে লক্ষ করলে দেখা যায় প্রায় প্রতিটি খাদ্যেই বিভিন্ন ধরণের ভেজাল মেশানো হয়। আর এই ভেজাল মিশ্রিত খাবার খেেয়ে সাধারণ মানুষ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছে। এমনি বেজার খাবারের বিষক্রিয়ার ফলে অকালে ঝরে যাচ্ছে কত প্রাণ। শুধুমাত্র কিছু টাকার লোভে অসাধু ব্যবসায়ীরা এ ধরণের কাজ করছে। কিন্তু তারা তাদের এ ধরণের অমানবিক কাজের পরিণতি কি হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে এটা ভেবে দেখে না।

মূলত নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এবং অতিরিক্ত লোভের কারণে মানুষ কাদ্যে ভেজাল মিশিয়ে থাকে। কিন্তু এই ভেজাল খাদ্য গ্রহণের ফলে তার নিজের প্রিয়জনও যে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেকথাও তারা বেমালুম ভূলে যায়।বর্তমানে বিভিন্ন ধরণের ফল -মূল, শাক- সবজি, মাছ প্রায় সব ধরণের খাবারেই ভেজাল মিশানো হচ্ছে। বিভিন্ন ধরণের রাসায়নিক ক্ষতিকর ভেজাল মেশানোর মাধ্যমে নষ্ট জিনিসকেও ভালো বা টাটকা বলে সরবরাহ করা হচ্ছে। আর এসব খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া নতুন কোন ঘটনা নয় বরং নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আর এর ফল বোগ করতে হচ্ছে বেশিরভাগই সাধারণ মানুষকে।

খাদ্যে ভেজাল কখনো উপকারী হতে পারে না। এর কোন উপকারি দিক নেই। খাদ্যে ভেজাল মেশানোর শুধু ক্ষতিকর দিকই রয়েছে। শুধুমাত্র গুটিকতেক অসাধু ব্যবসায়ী তাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য এ ধরণের কাজ করে থাকে৷ কিন্তু এই ভেজাল মেশানো যে জাতীয় সমস্যায় পরিণত হচ্ছে এর দিকে অনেকেরই খেয়াল নেই। এই সমস্যা যদি এখন থেকেই মোকাবেলা করা না যায়, তাহলে তা একসময় মারাত্মক আকার ধারণ করবে।

খাদ্যে ভেজাল বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত ও অন্যতম সমস্যা। শহর-গ্রাম কোন এলাকার মানুষই এই সমস্যার আওতামুক্ত নয়। সাধারণত খাদ্যে ভেজাল বলতে বোঝায় খাদ্যের সাথে নিম্নমানের ক্ষতিকর ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশানো। অসাধু ব্যবসায়ীরা তাদের লোভী মনোবৃত্তি থেকে খাবারে ভেজাল দিয়ে থাকে।এর ফলে মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষের জীবনে অর্থের প্রয়োজন রয়েছে। তবে তা অবশ্যই উপার্জন করতে হবে সৎপথে থেকে। কিন্তু সৎ ব্যবসায়ীর সংখ্যা আমাদের দেশে নগন্য। সামান্য মুনাফার লোভে খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবনকে সংকটে ফেলে দিতে অধিকাংশের বিবেকে বাঁধে না।

খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া নিন্দনীয় ও জঘন্যতম অপরাধ৷ অথচ খাদ্যে ভেজাল আমাদের দেশে বর্তমানে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। বর্তমানে প্রায় সব খাদ্যদ্রব্যেই ভেজাল দেওযা হয়। খাদ্যের ঔজ্জ্বল্য বাড়াতে কিছু খাদ্যে কৃত্রিম রং, ওজন বাড়াতে বালি, কাঁকর, পানি মেশানো হয়। এছাড়া ফরমালিন ও প্রিজারভেটিভের ব্যবহার ব্যাপক হারে লক্ষ করা যায়। ভেজাল খাদ্য খেয়ে অনেক মানুষকে অসুস্থতার পাশাপাশি মৃত্যবরণ করতেও দেখা যায়।

তাই জনস্বাস্থ্যের কথা ভেবে খাদ্যদ্রব্যকে ভেজালের কবল থেকে মুক্ত করতে দেশের সরকার ও সচেতন নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কটোর ভূমিকা পালন করতে হবে। খাদ্যে ভেজাল প্রয়োগ এক ধরণের সামাজিক অপরাধ। এ ব্যাপারে সকলকে সচেতন করতে হবে। তাহলেই খাদ্যে ভেজাল মোকাবেলা করা সম্ভব হবে। তা নাহলে এই সমস্যাটি কোনভাবেই প্রতিরোধ করা সম্ভব হবে না। মূলত এই বিষয়গুলোই এই অনুচ্ছেদটির মূল বিষয়। এগুলোই সুন্দরভাবে পরিক্ষার খাতায় উপস্থাপন করতে পারলে ভালো নম্বর পাওয়া যাবে বলে আশা করছি।