আমাদের আজকের পোষ্টের বিষয় হল আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই ভাব সম্প্রসারণটি। একটি দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের জন্য নতুন প্রজন্মকে হতে হবে পরিশ্রমী এবং জ্ঞানী ব্যক্তি। কেননা একসময় দেশ ও জাতির হাল ধরবে এই নতুন প্রজন্মরাই। তাই আমাদের দেশে প্রত্যাশা করা হয়েছে সেই ছেলেদের, যে ছেলেরা কথায় পারদর্শী না হয়ে কাজে পারদর্শী হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবে।
একজন মানুষ কখনোই সফলভাবে জন্ম নেয় না। তাকে সফল হওয়ার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করতে হয়। কঠোর পরিশ্রম করতে হয়। তারপরে সে সফলতা অর্জন করতে পারে। আর এজন্য কথা এবং কাজের মিল রাখতে হবে। শুধু বললেই হবে না, সেই কাজটা করে দেখানো অনেক কঠিন। তাই শুধুমাত্র মুখের কথার দ্বারা যে কোন কাজ করতে না চেয়ে সেই কাজটি করে দেখানোই আসল বীরত্ব।এই ভাব সম্প্রসারণ এর মাধ্যমে যে ছেলেরা ভাব ও কাজের মিল রাখে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা লাভ করে সেই ছেলেদের প্রত্যাশা করা হয়েছে। মূলত আজকের ভাব সম্প্রসারণটির এগুলোই মূল বিষয়বস্তু।
অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো বাংলা ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণেরই একটি বিশেষ টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ। কিন্তু দেখা যায় যে অনেকেই এই ভাব সম্প্রসারণ লিখতে পারদর্শী হয় না। আবার ভাব সম্প্রসারণ লেখে ভালো নম্বরও পায় না। তাই যারা ভাব সম্প্রসারণে অনেক ভালো নম্বর পেতে চান, আবার অনেক ভালো মাধ্যমে এই নাম্বারটা অর্জন করতে চান তাদের জন্য আজকের পোস্টটির ভিন্নভাবে সাজানো হয়েছে। এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে খুবই কম সময়ের মধ্যে ভাব সম্প্রসারণ লিখে দারুন নম্বর তোলা যায়। আবার অনেকে দেখা যায় যে ভাব সম্প্রসারণ মুখস্ত করে। ঘন্টার পর ঘন্টা ধরে ভাব সম্প্রসারণ মুখস্ত করে কিন্তু নির্ধারিত মুখস্ত বিষয়গুলোর মধ্যে যদি ভাব সম্প্রসারণ কমন না পড়ে তাহলে ঘাবড়ে যায়। অনেকেই আবার লিখতেও পারেনা।
কিন্তু মুখস্ত করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র যেকোন ভাব সম্প্রসারণ এর মূল বিষয়টি বুঝে নিয়েও ওই ভাব সম্প্রসারণ সম্পর্কে বিস্তারিত লিখা সম্ভব এবং লিখে ভালো নম্বর অর্জন করা সম্ভব। এ বিষয়টি অনেকেই জানেনা। তাই যারা এ বিষয়টি সম্পর্কে জানতে চান, তারা আমাদের পোস্টটি দেখতে পারেন। আশা করি এখান থেকে আপনি উপকৃত হবেন আর খাতায় ভালোভাবে উপস্থাপন করার পদ্ধতিটাও সুন্দরভাবে শিখে নিতে পারবেন।
আজকে আমাদের এই পোষ্টের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই ভাব সম্প্রসারণটি। এই ভাব-সম্প্রসারণটি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর উচিত একবার হলেও এই ভাব সম্প্রসারণটি পড়া এবং ভাব সম্প্রসারণটির মূল বিষয়বস্তু বুঝে নেওয়া। আসলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটি একটি কবিতার অংশ। এই ভাব সম্প্রসারণটি দ্বারা একজন ভালো ছেলে প্রত্যাশা করা হয়ছে।
যে ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার কথা বলা হয়েছে। কারণ কাজের মাধ্যমে একজন মানুষ তার সফলতা অর্জন করতে পারে আর দেশ ও জাতির মঙ্গল সাধন করতে পারে। তাই কথায় বড় না হয়ে, কাজের মাধ্যমে তার পারদর্শিতা দেখানোর মধ্যেই বীরত্ব রয়েছে। তাই কাজের দিকে বেশি মনোযোগী হতে হবে। আর যে ছেলেরা এই ধরনের কাজে মনোযোগী, কাজের মাধ্যমে বড় হয়, সেই ধরনের ছেলেদেরই প্রত্যাশা করা হয়েছে এই ভাব সম্প্রসারণ এর মাধ্যমে। আপনারা যারা এই ভাব সম্প্রসারণটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমাদের এই পোস্টটির সহায়তা নিতে পারেন। আর এই পোস্টের সহায়তা নিলে আপনি কিভাবে খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা যায় এই বিষয়টিও সুন্দরভাবে জানতে পারবেন বলে আশা করছি।