বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অনুচ্ছেদ। বাংলা ব্যাকরণে ভালো নম্বর পেতে হলে অবশ্যয় অনুচ্ছেদ বিষয়টির দিকে মনোযোগী হতে হবে। কেননা অনুচ্ছেদে যদি ভালো নম্বর পাওয়া না যায়, তাহলে পুরো ব্যাকরন বিষয়টির নম্বরই কমে আসবে। আর ভালো রেজাল্ট করাও সম্ভব হবে না। কিন্তু অনেক শিক্ষার্থী দেখা যায় অনুচ্ছেদ বিষয়টির দিকে মনোযোগ দেয় না। এর ফলে তারা এই বিষয়টি ভালোভাবে বুঝতেও পারে না আর পরিক্ষায় ভালো নম্বরও পায় না। এজন্য অনেক সময় পুরো রেজাল্টায় খারাপ হয়ে যেতে পারে।
তাই সবার কথা মাথায় রেখে অনুচ্ছেদ বিষয়টি যেন খুব সহজে বোঝা যায়, এজন্য খুবই সহজ আর সাবলীলভাবে আমাদের আজকের পোস্টটিতে অনুচ্ছেদ বিষয়টি আলোচনা করা হয়েছে। এখানে মূলতে সততা অনুচ্ছেদটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি সততা অনুচ্ছেদটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য উপকারি হবে বলে আশা করছি।
সততা একটি মহৎ গুণ। একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি যে গুণটা প্রয়োজন সেটা হলো সততা। সৎ মানুষ সকলের দ্বারা প্রশংসিত হন। তিনি যেমন পৃথিবীতে সকল মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে পারে। তেমনিভাবে পরকালীন জীবনেও সুখ – শান্তি লাভ করতে পারবে। সৎ মানুষকে সবাই পছন্দ করে৷ ভালোবাসে, সম্মান করে। তার যেকোন বিপদে -আপদে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, সহায়তা করে৷ আবার সৎ মানুষেরাও অনেক ভালো হয়। তারা মিথ্যা কথা বলে না, অন্যায় করে না। আর যে মিথ্যা কথা বরে না, অন্যায় করে না, তার দ্বারা কোন খারাপ কাজ হতে পারে না।
সৎ মানুষ তার সকল কাজে ও কথায় সৎ থাকে। সৎ মানুষ সবসময় সবার উপকার করার মানসিকতা রাখে। সে অন্যের উপকারের জন্য সদা প্রস্তুত থাকে। সততাবান ব্যক্তি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না৷ দেশের উন্নয়নের জন্য সবসময় সৎ গুনাবলি সম্পন্ন ব্যক্তিদের দরকার৷ আমাদের প্রত্যকের ব্যক্তিগত জীবনে সুখী হতে হলেও সৎ হতে হবে৷ অসৎ ব্যক্তিরা কখনো সুখী হতে পারে না৷ তারা কোন না কোন ভাবে অসুখি থাকে। আবার তাদের দ্বারা কেউ উপকৃতও হয় না। এজন্য দেশ ও জাতির উন্নয়নও তার দ্বারা সম্ভব হয় না।
একজন শিশু সর্বপ্রথম সততার শিক্ষা লাভ করে তার পরিবার থেকে। প্রত্যেকটা পরিবারের উচিত তার সন্তানকে উপযুক্তভাবে সততার শিক্ষা দেওয়া। পরিবার থেকে কোন শিশু যদি সততার শিক্ষা লাভ করে, তাহলে সে বড় হয়েও সৎ থাকে। এজন্য পরিবারের অন্যান্য সদস্যদেরও সৎ হতে হবে। পরিবারের সদস্যরা যদি সৎ না হয়, তাহলে শিশুরাও বড়দের মতো অসৎ হয়ে গড়ে উঠতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটি পরিবারের উচিত শিশুদের সাথে ভালো আচরণ করা এবং ছোট থেকেই সততার শিক্ষা দেওয়া।
পরিবারের পরেই একজন বাচ্চার সততার শিক্ষা লাভের জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যকটা শিক্ষকে সৎ হতে হবে এবং শিক্ষার্থীদের সততার শিক্ষা দিতে হবে। তাহলে প্রত্যকটা শিক্ষার্থী তার ছাত্রজীবন থেকেই সৎ হিসেবে গড়ে উঠতে পারবে৷ আবার একজন মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য তার পারিপ্বার্শিক পরিবেশও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন মানুষ তার সামাজিক জীবন থেকেও সততার শিক্ষা লাভ করতে পারে।
মূলত সততাবান মানুষ প্রত্যেক দেশ ও জাতির জন্য উপকারি। দেশ ও জাতির মঙ্গলের জন্য সৎ ব্যক্তিদের প্রয়োজন। মূলত এই বিষয়গুলোই এই সততা অনুচ্ছেদটির মূল আলোচ্য বিষয়। এগুলো পরিক্ষা খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে অনেক ভালো নম্বর পাওয়া যাবে। আশা করি এই পোস্টটির মাধ্যমে আপনি সততা অনুচ্ছেদটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এই পোস্টটি আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।