গ্রাম্য মেলা অনুচ্ছেদ

আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমরা আমাদের ওয়েবসাইটে দেওয়া আজকের পোস্টটি সাজিয়ে তুলেছি কিভাবে অনুচ্ছেদ লিখতে হয়।আপনি যদি গ্রাম্যমেলা অনুচ্ছেদটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কেননা আমরা আমাদের আজকের পোস্টটি সাজিয়েছি গ্রাম্যমেলা অনুচ্ছেদ নিয়ে। এখান থেকে আপনি খুব সহজেই সুন্দরভাবে সাজানো গোছানো অনুচ্ছেদ লেখার নিয়ম পেয়ে যাবেন এবং কিভাবে লেখলে ভালো মার্কস পাওয়া যাবে সেই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন।

গ্রাম্যমেলা বাঙালি সংস্কৃতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। এটি আবহমান গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মেলা শব্দটির আভিধানিক অর্থ বিশেষ কোনো উপলক্ষে হাট- বাজার অপেক্ষা প্রচুর পণ্য ক্রয়- বিক্রয়সহ আমোদ প্রমোদের অস্থায়ী ব্যাবস্থা। মেলা কথাটির আরেকটি অর্থ হচ্ছে মিলন। অর্থাৎ গ্রামবাংলারসাধারণ মানুষ সব কষ্ট ও বিভেদ ভুলে পরস্পরের সাথে মিলিত হ, গ্রাম্যমেলাকে উপলক্ষ করে। তাই গ্রাম্যমেলার সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্ক বেশ সুনিবিড়।

দেশের অনেক স্থানে বাংলা বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে মেলা আয়োজনের রেওয়াজ আছে। আবার পহেলা বৈশাখে আয়োজিত বৈশাখি মেলার মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। এভাবেই হেমন্তে নতুন ধান কাটার পর কোথাও মেলা বসে, পৌষের বিদায়লগ্নে হয় পৌষ সংক্রান্তির মেলা। বাঙালি ঐতিহ্যের অন্যতম একট উৎসব গ্রাম্যমেলা। সভ্যতার দিক থেকে এই উৎসব সুন্দর ভাবে পালিত হয়ে আসছে।অগণিত মানুষের পদচারণায় মুখর এসব মেলা গ্রামীণ সংস্কৃতির ধারক ও বাহক। পুতুল নাচ, নাগরদোলা, লাঠিখেলা, যাত্রা, ম্যাজিক প্রদর্শন, সার্কাস ইত্যাদির মাধ্যমে সবাই আনন্দে মেতে ওঠে।

গ্রামবাংলার শিল্পী- কারিগরদের নিপুণ হাতে তৈরি তৈজসপত্র ও অন্যান্য দ্রব্যসামগ্রীর বেচাকেনা চলে হরদম। বিন্নি ধানের খই, মুড়ি- মুড়কি, জিলিপি, বাতাসা ও অন্যান্য মিষ্টিজাতীয় খাবার ছেলে- বুড়ো সবার রসনাকে তৃপ্ত করে। সময়ের পরিক্রমায়, যন্ত্র সভ্যতার প্রভাবে গ্রাম্যমেলার আবেদন দিন দিন হারিয়ে যাচ্ছে, তার নিজস্ব রুপ যাচ্ছে পাল্টে। তবু এ কথা স্মরণ রাখতে হবে, গ্রাম্যমেলায় গ্রামবাংলার শাশ্বত রুপ স্বার্থকভাবে ফুটে ওঠে। যুগ যুগ ধরে বাঙালির প্রাণচ্ছ্বাসকে ধারণ করে গ্রাম্যমেলা গ্রামবাংলার মানুষের সর্বজনীন উৎসবে পরিণিত হয়েছে। বাঙালির নিজস্বতা প্রকাশে গ্রাম্যমেলার গুরুত্ব অনস্বীকার্য।

বাঙালি সংস্কৃতির অন্যতম বিশেষ উৎসবের নাম গ্রাম্যমেলা। বাঙালিদের জীবনে গ্রাম্যমেলার গুরুত্ব অপরিসীম। কেননা এই মেলার মাধ্যমে সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠে। সকলে একত্রিত হয়ে নিজেদের থেকে চাঁদা তুলে এই সব মেলার আয়োজন করে থাকে। সকলের মুখে রঙিন হাসি ফুটে ওঠে। প্রায় প্রতিটা গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কোন রকম ধর্মীয় চেতনা থেকে এই মেলা পরিলক্ষিত হয়না।

তাই এই উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়। এতে গ্রামের মানুষের জীবনে প্রগতিশীল চেতনার জাগরণ ঘটে। তাই সব দিক থেকে গ্রাম্যমেলার গুরুত্ব অপরিসীম ভূমিকা পালন করে। গ্রাম্যমেলায় ধনী গরিব সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠে। এই দিনে অনেক মানুষ এক জায়গায় হয়ে নানানরকম জিনিসপত্র কেনা- বেচা করে। সকলেই মিষ্টিমুখ করে, নানা ধরনের খাবার তৈরি করে থাকে। আবার এই দিনটিকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে তুলে। গ্রাম্যমেলা উপভোগ করতে সকলেই ব্যস্ত হয়ে পরে।

মূলত এই বিষয়গুলো যদি অনুচ্ছেদের মধ্যে লেখা হয় তাহলে অনুচ্ছেদটি পরিপূর্ণ হবে। আশা করি এই পোস্টটিতে দেওয়া নিয়ম অনুযায়ী অনুচ্ছেদ লিখলে পরিক্ষায় ভালো মার্কস পাওয়া যাবে। এই সকল বিষয় গুলো যদি গ্রাম্যমেলা অনুচ্ছেদে উপস্থাপন করা হয় তাহলে অবশ্যয় ভালো নম্বর পাওয়া যাবে। আর গ্রাম্যমেলা অনুচ্ছেদ সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা আমাদের আজকের পোস্টটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। কেননা পরিক্ষার খাতায় যত ভালোভাবে উপস্থাপন করা হয় তত ভালো নম্বর পাওয়া যায়। তাই সবসময় খেয়াল রাখতে হবে কিভাবে উপস্থাপন করতে হয়। তাই আমরা সুন্দর ভাবে গ্রাম্যমেলা অনুচ্ছেদটি উপস্থাপন করে তুলেছি। আমাদের পোস্টটির মাধ্যমে আপনি উপকৃত হবেন বলে আশা করছি।